English Version
আপডেট : ২২ জুন, ২০১৬ ১৯:৩০

ইয়াবাসহ ২ মাদক ব্যবাসায়ী আটক

অনলাইন ডেস্ক
ইয়াবাসহ ২ মাদক ব্যবাসায়ী আটক

রাজশাহীর পুঠিয়ায় পৃথক অভিযানে ৭০ পিচ ইয়াবাসহ ২ জন মাদক ব্যবাসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুন) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, থানার এসআই গৌতম ও তার সঙ্গীয় ফোর্স পুঠিয়া উপজেলার ঝলমলিয়া গ্রামে কবির পাটোয়ারীর বাড়িতে অভিযান চালিয়ে ৬০ পিচ ইয়াবাসহ তার স্ত্রী মাদক ব্যবাসায়ী মর্জিনা বেগম (৪৫) কে আটক করেছে।

অপরদিকে একই রাতে ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আসাদুজ্জামান ও তার সঙ্গীয় ফোর্স জেলার পুঠিয়া উপজেলার কাজিরপাড়া গ্রামে মৃত আবদুর আজিজ এর ছেলে ওয়ারেন্টের আসামী আয়নাল হক (৪০) কে আটক করে। এসময় তাকে ১০ পিচ ইয়াবাসহ আটক করে।

এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে পৃথক পৃথক মামলা হয়েছে।