English Version
আপডেট : ২১ জুন, ২০১৬ ০৩:০৮

নড়াইলে গাঁজাসহ ২ জনকে আটক

অনলাইন ডেস্ক
নড়াইলে গাঁজাসহ ২ জনকে আটক

পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে। এরা হলেন- পাচুড়িয়া গ্রামের মূত চানমিয়া শেখের ছেলে হিছুফ শেখ  (২২) ও ধানাইড় গ্রামের বাদশা শেখের ছেলে তোয়েব শেখ (২০)।

পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে নড়াইলের মানিকগঞ্জ বাজারে অভিযান চালায় থানার উপ-পরিদর্শক।

এখান থেকে তোয়েবের কাছ থেকে ২ কেজি গাঁজা জব্দ করে। আটককৃতের বিরুদ্ধে স্থানীয় থানায় পৃথক দুটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান, থানার উপ-পরিদর্শক।