English Version
আপডেট : ২১ জুন, ২০১৬ ০৩:০১

চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী আটক

অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী আটক

চাঁপাইনবাবগঞ্জের আমনুরা থেকে ৯০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। সোমবার (২০ জুন) দুপুর দুইটার দিকে আমনুরা পোষ্ট অফিস পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, তানোরের ময়েনপুর এলকার মফিজ উদ্দিনের ছেলে মতিয়ার রহমান ফারুক (৩৫) এবং মৃত সাইদুর ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (৩৫)।

র‌্যাব জানায়, সোমবার দুপুর দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন আমনুরা পোষ্ট অফিস পাড়া এলাকায় কিছু মাদক ব্যবসায়ী হেরোইন ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল এএসপি নুরে আলম এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে।

এ সময় তাদের কাছে থেকে ৯০০ গ্রাম হেরোইন, ১টি মোটর সাইকেল, ১টি মোবাইল সেট এবং নগদ ২হাজার টাকা উদ্ধার করে র‌্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত মাদক ব্যবসায়ীদ্বয় দীর্ঘদিন যাবৎ হেরোইন সহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত।

এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় র‌্যাব।