English Version
আপডেট : ২০ জুন, ২০১৬ ১৬:২৭

নড়াইলে গুপ্তহত্যার প্রতিরোধে র‌্যালী

অনলাইন ডেস্ক
নড়াইলে গুপ্তহত্যার প্রতিরোধে র‌্যালী

জঙ্গী দমন, গুপ্তহত্যা ও সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধে লোহাগড়ায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জুন) সকালে থানা পুলিশের উদ্যোগে আরএলপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বটমূলে অফিসার ইনচার্জ বিপ্লব সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম।

এসময়ে বক্তৃতা রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু, উপজেলা নির্বাহী অফিসার মো. সেলিম রেজা, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আ. হামিদ,নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান কাজী বনি আমিন, জাহিদুল ইসলাম কালু, শিকদার মোস্তফা কামাল, শিকদার নজরুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি আশরাফুল আলম, আ’লীগ নেতা মনজুরুল করিম মুন প্রমুখ।

এছাড়াও গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মো. হিমেল মোল্যা, ইমরান হোসেন, বুলু দাস, আশরাফ উজ্জ্বল, ওবায়দুর রহমান, জাহাঙ্গীর হোসেন, শেখ মশিয়ার রহমান প্রমুখ।

অালোচনার পরে র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।