English Version
আপডেট : ২০ জুন, ২০১৬ ১৫:৪৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক
বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত হয়েছেন।

সোমবার (২০ জুন) ভোরে গোমস্তাপুরের চাড়ালডাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বদু মিয়া (৩০) ও ভুট্টো (২৯)। নিহত বদু মিয়ার বাড়ি গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের চাড়ালডাঙ্গা গ্রামে। আর ভুট্টোর বাড়ি একই ইউনিয়নের দেবপুর গ্রামে।

চাড়ালডাঙ্গা বিজিবি কর্মকর্তা নায়েক সুবেদার বাবুল মিয়া জানান, চাড়ালডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে ভোরে ভারত থেকে গরু নিয়ে আসার পথে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ওই দুই বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের লাশ বিএসএফের হেফাজতে আছে জানিয়ে তিনি বলেন, বিকাল ৪টার দিকে কমান্ডিং অফিসার পর্যায়ে বিজিবি-বিএসএফ বৈঠকের পর লাশ আনার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।