English Version
আপডেট : ২০ জুন, ২০১৬ ০০:৫৪

দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন

অনলাইন ডেস্ক
দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে
খাগড়াছড়িতে মানববন্ধন

গুপ্তহত্যা ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জেলা আওয়ামীলীগ। মাবনবন্ধনে জেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দরা এতে অংশ নেয়।

বক্তারা বলেন, দেশে কোন নৈরাজ্ব সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না। গুপ্তহত্যা,অপহরণ ও দেশ বিরোধী সকল ষড়যন্ত্রকারীদের কঠিন হস্তে দমন করা হবে বলে হুশিয়ারী জানান।

জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: জাহেদুল আলমের নেতৃত্বে রোববার (১৯ জুন) সকাল ১১টায় জেলা শহরে শাপলা চত্ত্বরে মানববন্ধন এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মো: দিদারুল আলম,যুগ্ম সাধারণ সম্পাদক এসএম সফি,জেলা মুক্তিযোদ্ধা কর্মান্ডার মো: রইস উদ্দিন,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ,সাংগঠনিক সম্পাদক হৃদয় মারমা,পাঠাগার বিষয়ক সম্পাদক কোরবান আলী,পৌর যুবলীগের আহবায়ক মো: আব্দুল জলিল,জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদিকা শাহনাজ বেগম, জেলা শ্রমিক লীগের আহবায়ক মো: নূর নবী,সদস্য সচিব মো: সাহাব উদ্দিন, সেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মো: নাজিম উদ্দিন,মৎসজীবি লীগের যুগ্ম আহবায়ক মানিক পাঠোয়ারী প্রমূখ।

মানববন্ধনে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ নেতাকর্মী ছাড়াও সকল অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দদের উপস্থিত হতে দেখা গেছে। অপর দিকে-একই দাবীতে বিকেলে জেলা আওয়ামীলীগের অপর অংশ কর্মসূচী পালন হয়েছে।