English Version
আপডেট : ২০ জুন, ২০১৬ ০০:৩৭

রাজশাহীতে চালু হলো পতাকাঙ্কিত ট্রেন

অনলাইন ডেস্ক
রাজশাহীতে চালু হলো পতাকাঙ্কিত ট্রেন

প্রথম বারের মতো রাজশাহীতে চালু হলো লাল সবুজ পতাকাঙ্কিত ট্রেন। শনিবার (১৮ জুন) রাত ১০.২০ টায় ঢাকা থেকে রাজশাহী রেলওয়ে ষ্টেশনে প্রবেশ করে ট্রেনটি।

লাল সবুজ রঙ্গের এই ট্রেনটি দেখতে রাজশাহী রেলওয়ে ষ্টেশনে ভীড় করেন বিপুল উৎসুক জনতা । আর এ নিয়ে রেলওয়ের কর্মকর্তা কর্মচারীদের মধ্যেও বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা।

ট্রেনটিতে রয়েছে অত্যাধুনিক আসন ব্যবস্থা, উন্নত টয়লেট, শীতাতপ নিয়ত্রিত কামরা, স্পেশাল ক্যাবিনসহ নানা ফ্যাসালিটিস। প্রতিটি বগিতে রয়েছে অগ্নি নির্বাপক ব্যবস্থা।

আগামী ২৫ জুন ট্রেনটি রাজশাহী হতে উদ্বোধন করা হবে বলে জানা গেছে। তবে শুরু থেকেই ট্রেনটি দেখতে ভীড় জমাচ্ছেন দর্শনার্থীরা। অনেকে প্রথমবার ট্রেনটিতে চড়ে নিজেকে ফ্রেমে বন্দি করে নিচ্ছেন।