English Version
আপডেট : ২০ জুন, ২০১৬ ০০:১৮

আরএমপি’র কমিশনার শফিকুল ইসলাম

অনলাইন ডেস্ক
আরএমপি’র কমিশনার শফিকুল ইসলাম

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) নতুন কমিশনার শফিকুল ইসলাম।

শনিবার (১৯ জুন) বিকেলে তিনি আরএমপি সদর দপ্তরে নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

আরএমপির পুলিশ কমিশনার হিসেবে যোগদানের আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার পদে কর্মরত ছিলেন। সেখান থেকে তিনি আরএমপি পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেন।

এর আগে তিনি ঢাকা থেকে আসলে আরএমপির পুলিশ কর্মকর্তাগণ তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, গত কয়েকদিন আগে পুলিশ হেড কোয়াটার্সের এক প্রজ্ঞাপনে ডিআইজি পদ মর্যাদার চারজনকে রদবদল করা হয়। এরমধ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে রেলের ডিআইজি এবং রেলের ডিআইজকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়।

গত ২০০৭ সালে তিনি আরএমপির ডিসি হেড কোয়ার্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বাড়ি পাবনা জেলার আতাইকুলা থানায়।