English Version
আপডেট : ১৯ জুন, ২০১৬ ০১:১১

রাবি প্রেসক্লাবের সভাপতি গোলাম রাসূল

অনলাইন ডেস্ক
রাবি প্রেসক্লাবের সভাপতি গোলাম রাসূল

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাবের ২৬তম কার্যনির্বাহী কমিটির উপ-নির্বাচনে নতুন সভাপতি হয়েছেন দৈনিক বর্তমানের গোলাম রাসূল রনি।

শনিবার (১৮ জুন) বিকালে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে উপ-নির্বাচন ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠানে ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্টা অধ্যাপক মো. মিজানুর রহমান।

উপ-নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সহ-সভাপতি-২ তারেক হোসাইন টুটুল (দৈনিক দিনকাল), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মনিরুল ইসলাম নাঈম (ক্যাম্পসলাইভ২৪ডট কম), প্রচার ও প্রকাশনা সম্পাদক রবিউল ইসলাম তুষার (দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস)।

অনুষ্ঠানে বিদায়ী সভাপতি বুলবুল আহমাদ ফাহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাসলিমুল আলম তৌহিদের পরিচালনায় বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয় সাবেক প্রক্টর প্রফেসর ড. এনামুল হক, সাবেক জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর ড. মো. ইলিয়াছ হোসেন, প্রেসক্লাবের উপদেষ্টা প্রফেসর হাছানাত আলী, আরবী বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ, সাবেক সাধারণ সম্পাদক রহিদুল ইসলাম নীরব প্রমুখ।

এদিকে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য, শিক্ষক সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোটার্স ইউনিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, কুমিল্লা সাংবাদিক সমিতি, রাবি শাখা ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রফেডারেশনসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।