English Version
আপডেট : ১৯ জুন, ২০১৬ ০১:০৪

পানিতে ডুবে খাদিজার মৃত্যু

অনলাইন ডেস্ক
পানিতে ডুবে খাদিজার মৃত্যু

খাগড়াছড়ির গুইমারা উপজেলাধীন বড়পিলাক এলাকায় পানিতে ডুবে খাদিজা আক্তার (১৩) বছরের ৫ম শ্রেণীর এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জুন) দুপুর দেড় টার দিকে ছনখোলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সে বড়পিলাক এলাকার রাজু আহাং এর মেয়ে।  

স্থানীয় সূত্র জানায়, দুপুরে খাদিজা তার সঙ্গিদের সাথে খেলাতে গিয়ে পুকুরে গোসল করতে মেনে সাতার কেটে পুকুরের মাঝখানে চলে যায়। এক পর্যায়ে সবাই ফিরে গেলেও সে ডুবে যায়।

অনেক খোঁজাখজি করে উদ্ধার করে তাকে প্রথমে গুইমারা সিএমএস ও পরে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার এস আই মো:মনির হোসেন জানান, বড়পিলাক এলাকায় খাদিজা আক্তার নামের এক শিশু পুকুরে ডুবে যায়। পরে খবর পেয়ে তার আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে বলে তিনি জানান।