English Version
আপডেট : ১৮ জুন, ২০১৬ ১৮:২৫

পাইকগাছার আইনজীবী আবুল হোসেন আর নেই

অনলাইন ডেস্ক
পাইকগাছার আইনজীবী আবুল হোসেন আর নেই

পাইকগাছা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি এ্যাডঃ আবুল হোসেন জোয়াদ্দার (৪৮) আর নেই। দীর্ঘদিন তিনি দূরারোগ্য ক্যান্সার রোগে ভুগছিলেন।

শনিবার (১৮ জুন) ভোর ৪.২০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার সকাল সাড়ে ১০ টায় আদালত চত্ত্বরে প্রথম জানাযা এবং যোহর বাদ জন্মস্থান গড়ইখালীতে দ্বিতীয় জানাযা শেষে পিতা রজিবর জোয়াদ্দারের কবরের পাশে পারিবারিক কবর স্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

জানাযায় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এ্যাড. সোহরাব আলী সানা, উপজেলা চেয়ারম্যান এ্যাড. স ম বাবর আলী, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট জামশেদুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু, ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক মলঙ্গী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান বাবু, আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. জিএম আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি এ্যাড. জিএ সবুর, সাংবাদিক মো. আব্দুল আজিজ, এসএম বাবুল আক্তার, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার, গাজী জুনায়েদুর রহমান, থানা বিএনপি’র আহবায়ক ডা. আব্দুল মজিদ, পৌর আ’লীগের আহবায়ক শেখ কামরুল হাসান টিপু, উপাধ্য সরদার মোহাম্মদ আলী, জেলা যুবলীগ নেতা শেখ আনিছুর রহমান মুক্ত, যুবলীগনেতা এসএম শামছুর রহমান ও ছাত্রলীগের সভাপতি আবুল কালাম আজাদ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

জানাযা পরিচালনা করেন মাও. আব্দুল কাদির। অনূরূপভাবে মরহুমের রুহের মাগফিরাত ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড. শেখ মো. নূরুল হক, উপজেলা কৃষক লীগের আহবায়ক এ্যাড. শেখ আব্দুর রশিদ ও সদস্য সচিব প্রভাষক ময়নুল ইসলাম সহ কৃষকলীগের নেতৃবৃন্দ।