English Version
আপডেট : ১৮ জুন, ২০১৬ ১৩:১২

চাঁপাইনবাবগঞ্জে সাজাপ্রাপ্ত আসামী বাবুকে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে সাজাপ্রাপ্ত আসামী বাবুকে গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২০০৯ সালের মাদক মামলায় স্পেশাল ট্রাইবুনালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জুন) সন্ধ্যা পৌনে সাতটার দিকে শহরের শান্তিমোড় মাইক্রোবাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের পাওয়েল গুছিয়াপুকুর এলাকার ফয়েজউদ্দিনের ছেলে মেসবাহুল হক ওরফে আনারুল ওরফে বাবু (৪২)।

সদর থানার ওসি মাজহারুল ইসলাম জাানান,গোপন সংবাদের ভিত্তিতে শহরের শান্তিমোড় মাইক্রোবাসস্ট্যান্ড এলাকা থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। সে ১৮৪/০৯ এসটি মামলায় যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী।

দীর্ঘদিন যাবৎ সে পলাতক ছিল বলেও ওসি জানান।