English Version
আপডেট : ১৮ জুন, ২০১৬ ১২:৫৫

নড়াইলে পুলিশের উদ্যোগে গ্রাম প্রতিরক্ষা কমিটি

অনলাইন ডেস্ক
নড়াইলে পুলিশের উদ্যোগে গ্রাম প্রতিরক্ষা কমিটি

“পুলিশ জনগন ভাই ভাই“ জঙ্গি পেলে রক্ষা নাই” এই শ্লোগানকে সামনে নিয়ে নড়াইল পুলিশের উদ্যোগে গ্রাম প্রতিরক্ষা পার্টি গঠন করা হয়েছে।

জঙ্গি দমনে সচেতনতা স্মৃষ্টিসহ দমনের লক্ষে জেলার সদর, কালিয়া উপজেলা ও বিভিন্ন গ্রামে গ্রামে পুলিশ সুপার সরদার রকিবুল ইসলামের নেতৃত্বে স্থানীয় সকল শ্রেণী-পেশা ও ধর্মের মানুষদের সমন্বয়ে গঠন করে যাচ্ছেন জঙ্গি দমনে গ্রাম প্রতিরক্ষা কমিটি ।

গত ১৫ জুন বিকাল ৫টায় তুলারামপুর বাজার বনিক সমিতির আয়োজনে তুলারামপুর বাজারে জঙ্গি দমনে সচেতনতা সভার মধ্যদিয়ে কমিটি গঠনের যাত্রা শুরু করেছেন। নড়াইল পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতি,সামাজিকসহ সকল শ্রেণী পেশার মানুষদের সহযোগিতা ও একাত্ততার মাধ্যমে  প্রতিটা এলাকাতে ১০১ সদস্য কমিটি গঠন করে তাদের হাতে তুলে দিচ্ছেন একটি করে বাশি ও লাঠি ।

পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন, সারাদেশে জঙ্গিরা দেশের বিভিন্ন এলাকায় নিরীহ পুরোহিত, ইমাম, শিক্ষক,  পুলিশ কর্মকর্তা ও তাদের পরিবারকে  লক্ষ্য করে  হত্যা করেছে। এসব জঙ্গিরা মুষ্টিমেয় কয়েকজন। আর আমরা অসংখ্য। তাই আমরা সম্মিলিতভাবে এদের প্রতিহত করতে চাই।

পুলিশ এলাকার  ধর্মীয় প্রতিষ্ঠানের পুরোহিত  ঈমামসহ এসময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা অনলাইন মিডিয়া কাবের সভাপতি উজ্জ্বল রায় ও চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি মোঃ ইমরান প্রমুখ সকল শ্রেণীর মানুষ ঐক্যব্ধভাবে জঙ্গি-সন্ত্রাসীদের প্রতিহত করতে  সকলকে  এগিয়ে আসতে হবে ।