English Version
আপডেট : ১৬ জুন, ২০১৬ ১৬:৪৬

গুপ্ত হত্যার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

অনলাইন ডেস্ক
গুপ্ত হত্যার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

দেশের নানা স্থানে গুপ্ত হত্যার প্রতিবাদে নড়াইলে মানববন্ধনসহ সমাবেশ অনুন্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার (১৬ জুন) সকালে লোহাগড়ার শ্রী শ্রী নিতাই-গৌর সুন্দর জিউর মন্দির চত্বরে লোহাগড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এ আয়োজন করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্বা অজয় কান্তি মজুমদার, লোহাগড়া থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি বালা কমল কৃষ্ণ, পরশমনি মহাতীর্থ সমাজ সেবা সংঘের সাধারন সস্পাদক পলাশ কুমার চক্রবর্তী,  নিতাই -গৌর সুন্দর জিউর মন্দির  কমিটির ধর্ম বিষয়ক সস্পাদক প্রদীব ব্যানার্জী , লোহাগড়া থানা পূজা উদযাপন পরিষদের সস্পাদক  সুবোধ কুমার কুন্ডু , তাপস সাহা বড়মনি, ডাঃ নবকুমার শীল, রনজিৎ টিকাদার প্রমুখ।

এসময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা অনলাইন মিডিয়া কাবের সভাপতি উজ্জ্বল রায় ও চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি মোঃ ইমরান।