English Version
আপডেট : ১৫ জুন, ২০১৬ ১৭:১৭

জঙ্গি পেলে রক্ষা নাই শ্লোগানে নড়াইলে ভিলেজ ডিফেন্স

অনলাইন ডেস্ক
জঙ্গি পেলে রক্ষা নাই শ্লোগানে নড়াইলে ভিলেজ ডিফেন্স

“পুলিশ জনগন হিন্দু মুসলমান খ্রিষ্টান ভাই ভাই“ জঙ্গি পেলে রক্ষা নাই“ এ শ্লোগানে জঙ্গি দমনে নড়াইলে ভিলেজ ডিফেন্স পার্টি গঠিত।

মঙ্গলবার (১৪ জুন) বিকাল ৫ টায় তুলারামপুর বাজার বনিক সমিতির আয়োজনে তুলারামপুর বাজারে “জঙ্গি দমন সচেতনতা বিষয়ক কর্মশালায় বনিক সমিতির সভাপতি মোঃ জিল্লুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম এ পার্টির ঘোষনা দেন । 

এ সময় উপস্থিত ছিলেন সার্কেল পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুভাস বিশ্বাস,বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক মোঃ রবিউল ইসলাম মোল্যা,তুলারামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ কাশেম মোল্যা সাধারন সম্পাদক অংগদ বিশ্বাস, প্রফেসর রেজাউল তরফদার,খুরশিদ আলম প্রমূখ।

বক্তব্যে পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন সারাদেশে জঙ্গিরা নিরীহ পুরোহিত, প্রফেসর, পুলিশ কর্মকর্তার স্ত্রীকে টার্গেট করে নিশংসভাবে হত্যা করছে। এসব জঙ্গিরা মুষ্টিমেয় কয়েকজন আর আমরা জনগন অসংখ্য,তাই সম্মিলিতভাবে এদের প্রতিহত করতে হবে। এবং এলাকার সব ধর্মীয় প্রতিষ্ঠানের পুরোহিত,ঈমামদের রক্ষা করতে হবে।

নড়াইল জেলা অনলাইন মিডিয়া কাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, দৈনিক সমাজের কাগজের আশরাফ উজ্জ্বল, আলোকিত সংবাদের বুলু দাস, খুলনাঞ্চলের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, বিডি খবরের এর প্রতিনিধি ওবায়দুর রহমান, দৈনিক যশোর এর লোহাগড়া প্রতিনিধি শেখ মশিয়ার রহমান, দক্ষিণাঞ্চল প্রতিদিনের জেলা প্রতিনিধি অয়ন দাস, মোহনা টেলিভিশনের হাফিজুল নিলু, চ্যানেল নাইন এর ইমরান হোসেন, বিডি খবরের তুহিনসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।