English Version
আপডেট : ১৫ জুন, ২০১৬ ১৭:০১

বেকসুর খালাস ফটোসাংবাদিক সেলিম

অনলাইন ডেস্ক
বেকসুর খালাস ফটোসাংবাদিক সেলিম

অবশেষে হয়রানীমূলক মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন জনকণ্ঠের ফটোসাংবাদিক সেলিম জাহাঙ্গীর।

মঙ্গলবার (১৪ জুন)  দুপুরে রাজশাহীর অতিরিক্ত মূখ্য মহানগর হাকিমের আদালতে তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালতের বিচারক মো. জুলফিকার উল্লাহ এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, চারদলীয় জোট সরকারের আমলে ২০০৩ সালের ১ নভেম্বর রমজান মাসে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে ভ্রাম্যমাণ আদালত চলাকালে বাইরের ছবি তোলায় সেলিম জাহাঙ্গীরের উপর ক্ষিপ্ত হয়ে রাষ্ট্রীয়কাজে বাধা দেয়ার অভিযোগে মামলা দায়ের করেন তৎকালীন জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল মজিদ।

ওই দিনই সেলিম জাহাঙ্গীরকে গ্রেফতার করে দ্রুত কারাগারে পাঠান। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেন সাংবাদিক সমাজ। রাজশাহীতেও লাগাতার আন্দোলনের ডাক দেয়া হয়। আন্দোলনের মুখে ১০ দিনের মাথায় সেলিম জাহাঙ্গীরকে জামিনে মুক্তি দেয়া হয়।

তবে এরপর থেকে মামলাটি আদালতে চলছিলো। মামলাটির বাদী ছিলেন নগরীর বোয়ালিয়া থানার তৎকালীন উপপরিদর্শক আব্দুল ছালাম। অবশেষে দীর্ঘ শুনানী শেষে ও সাক্ষ্য গ্রহণে অভিযোগ প্রমানিত না হওয়ায় সেলিম জাহাঙ্গীরকে বেকসুর খালাস দেয়া হয়।

মামলাটি রাষ্টপক্ষে পরিচালনা করেন পিপি নাজমুল ইসলাম এবং আসামী পক্ষে ছিলেন রাজশাহী বারের অ্যাডভোকেট মুন্না শাহ।

সেলিম জাহাঙ্গীর বলেন, কোনো অপরাধ ছাড়ায় শুধু আক্রোশের কারনে পেশাগত দায়িত্ব পালনের সময় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। ওই মামালায় প্রায় ১৪ বছর ধরে তিনি লড়াই করেছেন। এতে মানসিক ও আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান তিনি।