English Version
আপডেট : ১৫ জুন, ২০১৬ ১৬:৫৪

রাজশাহীতে এক জেএমবিসহ ৯৮ জন আটক

অনলাইন ডেস্ক
রাজশাহীতে এক জেএমবিসহ ৯৮ জন আটক

পুলিশের বিশেষ অভিযানের ৬ দিনে রাজশাহীতে এক জেএমবি সদস্যসহ ৯৮ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) সন্ধ্যা থেকে বুধবার (১৫ জুন) সকাল পর্যন্ত মহানগরীর চারটি থানায় এলাকা এবং জেলার নয়টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম বলেন, মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত মহানগরীর চারটি থানায় এলাকায় অভিযান চালিয়ে ৪৮ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে অনেকে বভিন্ন মামলার ওয়ারেন্টুভুক্ত আসামী।

আজ সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

এদিকে জেলার নয়টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক জেএমবিসহ ৫০ জনকে আটকের খবর পাওযা গেছে।

রাজশাহীর পুলিশ সুপার (এসপি) নিসারুল আরিফ বলেন, পুলিশের অভিযানে জেলার নয়টি থানায় এক জেএমবিসহ মোট ৫০ জনকে আটক করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

এদিকে, গত পাঁচ দিনে রাজশাহীতে ১৮ জঙ্গিসহ প্রায় চার শতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।