English Version
আপডেট : ১৪ জুন, ২০১৬ ১০:১২

রাজশাহীতে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫

অনলাইন ডেস্ক
রাজশাহীতে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫

রাজশাহীতে গাঁজা খাওয়ার প্রতিবাদ করায় দুই পাড়ার মধ্যে ধাওয়া, পাল্টা-ধাওয়ায়, পেট্রোল ও হাত বোমা হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (জুন ১৩) রাত সাড়ে ৮টার দিকে মহানগরীর শিরোইল মসজিদ পাড়া ও বাস্তুহারা পাড়ার মধ্যে এ ঘটনা ঘটে।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ দিন থেকে বাস্তুহারা পাড়ার কিছু যুবক শিরোইল মসজিদ পাড়ায় চুরি, গাঁজাসহ বিভিন্ন অসামাজিক কাজ করে আসছিল।

সোমবার বিকেলে আবারও গাঁজা খাওয়ার প্রতিবাদ করে এলাকার যুবকরা। এ সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে আনোয়ার হোসেন রাজ এর নেতৃত্বে বাস্তুহারা পাড়ার কমল, বেলাল, হৃদয়, রাব্বি, রুবেল, লিটনসহ ১৫-২০ জন শিরোইল মসজিদ পাড়া এলাকার টিপু ও মুক্তারে দোকানে পেট্রোল বোমা মেরে পুড়িয়ে দেয়।

এতে দোকানের মালামাল পুড়ে যায়। এছাড়া এলাকায় ককটেল ফাটিয়ে এলাকার জনি, আয়নালসহ প্রায় ৮টি বাড়ি বাড়িতে দেশিয় অস্ত্র দিয়ে হামলা করে বিদ্যুতের মিটারসহ দরজা জানালা ভাঙচুর করে।

মহানগরীর বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান,বাস্তুহারা এলাকার কিছু ছেলে এসে শিরোইল মসজিদ পাড়ার কায়েকটি দোকান হামলা করে এবং পটকা জাতীয় জিনিস দিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

প্রসঙ্গত, গাঁজা সেবনে নিষেধ করার জেলে এরআগে রোববার রাতে রাজশাহীর পুঠিয়ার জামিরা ও জোতভাগিরাতপুর এলাকার দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের সময় জগভোগিরাতপুর গ্রামের ১৫ টি বাড়িতে আগুন এবং ২টি দোকান ভাংচুর করে লুটপাট করেছে প্রতিপক্ষ জামিরা গ্রামের লোকজন। এ ঘটনায় অন্তত ২০জন আহত হয়। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় সোমবার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় আসামী করা হয়েছে ১৮‘শ জনকে। এদিকে সংঘর্ষের পর থেকে ওই দুই এলাকার মানুষদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।