English Version
আপডেট : ১৩ জুন, ২০১৬ ১৩:৩৪

সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে

অনলাইন ডেস্ক
সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে

খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সাথে দেশের কোথাও কোথাও ভারি থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (১৩ জুন) আবহাওয়া অধিদপ্তরে এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

এতে বলা হয়, পরবর্তী ৭২ ঘণ্টায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের পূর্বাংশে আরও অগ্রসর হতে পারে।

আবহাওয়া দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কক্সবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে। এটা পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগ পর্যন্ত অগ্রসর হতে পারে।