English Version
আপডেট : ১২ জুন, ২০১৬ ১৮:৩৬

ধর্মীয় গুরুদের হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন

অনলাইন ডেস্ক
ধর্মীয় গুরুদের হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন

ঝিনাইদহে পুরোহিত ও বিভিন্ন সংখ্যালঘু নেতৃবৃন্দসহ ধর্মীয় গুরু হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন-প্রতিবাদ সমাবেশ করেছে সনাতন ধর্মাবলম্বী (সংখ্যা লগু) হিন্দু সম্প্রদায়।

রোববার (১২ জুন) সকাল সাড়ে ৯টা থেকে ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে সনাতন সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক স্বজল বরণ সেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-সনাতন সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিধান কানুনগো।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, শন্মান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রভাত তালুকদার, সনাতন ছাত্র যুব পরিষদ কেন্দ্রীয় সভাপতি স্বপন ভট্টাচার্য্য,খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়–য়া,সনাতন সমাজ কল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অশোক মজুমদার,সনাতন ছাত্র যুব পরিষদের ভট্টাচার্য্য,সৎসঙ্গ আশ্রমের জয়ভদ্র আচার্য্য,বুদ্ধিষ্ট ওয়েল ফেয়ার জেলা সভাপতি পারদর্শী বড়–য়া,ইসকন খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক জয়নর হরি প্রমূখ।

বক্তরা বলেন, দেশজুড়ে এ হত্যাকান্ড এ কিসের আলামত। বর্তমান সরকার আমলে এ হত্যাকান্ডের ঘটনা জড়িতদের কেন আটকের পর জন সম্মূখে আনা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলে নেতৃবৃন্দরা বলেন, শস্যের মধ্যে কোন ভূত লুকিয়ে আছে কিনা তাও এখন দেখার বিষয় বলে জানান।

মানববন্ধনের পর আরো কোন সংখ্যালঘুসহ হত্যাকান্ড হলে খাগড়াছড়ি থেকে কঠোর কর্মসূচী ঘোষনা করার হুশিয়ারী দেওয়া হয়।