English Version
আপডেট : ১১ জুন, ২০১৬ ১৪:৩৭

রাজশাহীতে ডাকাত সন্দেহে অাটক ৮ যুবক

অনলাইন ডেস্ক
রাজশাহীতে ডাকাত সন্দেহে অাটক ৮ যুবক

রাজশাহী মহানগরীর উপকণ্ঠ পবা উপজেলার বায়া এলাকায় ডাকাত সন্দেহে এক মাইক্রোবাসসহ ৮ যুবককে আটক করেছেন স্থানীয়রা। পরে তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়।

শুক্রবার (১০ জুন) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের পরিচয় জানায়নি পুলিশ।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও রাজপাড়া জোনের সহকারি কমিশনার ইফতে খায়ের আলম জানান, শুক্রবার বিকেল ৩টা থেকে বায়া এলাকায় দুটি মাইক্রোবাস টহল দিচ্ছিল। এ নিয়ে স্থানীয়দের মনে সন্দেহ হলে রাত ১০টার দিকে তারা সড়ক ঘেরাও করে মাইক্রোবাস দুটি থামানোর চেষ্টা করেন।

এ সময় সাদা রঙের একটি মাইক্রোবাস পালিয়ে গেলেও কালো রঙের একটি মাইক্রোবাস আটকা পড়ে। পরে স্থানীয়রা এই মাইক্রোবাসের ভেতর থেকে ৮ যুবককে আটক করে শাহমখদুম থানায় খবর দেন।

পরে বায়া পুলিশ ফাঁড়ির সদস্যরা মাইক্রোবাসসহ তাদের আটক করে ফাঁড়িতে নিয়ে যায়। রাত ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয়রা বায়া পুলিশ ফাঁড়ি ঘেরাও করে রেখেছিলেন।

মোবাইলে যোগাযোগ করা হলে শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, আটককৃতদের কাছে কোনো অস্ত্র পাওয়া যায়নি। তবে তাদের ফাঁড়িতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।