English Version
আপডেট : ১১ জুন, ২০১৬ ১৪:৩১

রাজশাহীতে অভিযান চালিয়ে জেএমবিসহ গ্রেপ্তার ৫৪

অনলাইন ডেস্ক
রাজশাহীতে অভিযান চালিয়ে জেএমবিসহ গ্রেপ্তার ৫৪

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে এক জেএমবি সদস্যসহ ৫৪জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) রাত থেকে শুক্রবার (১০ জুন) সন্ধ্যা পর্যন্ত মহানগরীতে ৩১জন এবং শুক্রবার দিনব্যাপী জেলার নয়টি থানার মধ্যে ছয়টি থানায় ২৩জনকে গ্রেপ্তার করা হয়।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম বলেন, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত নগরীর চারটি থানায় এলাকায় অভিযান চালিয়ে ৩১জনকে গ্রেপ্তার করা হয়। এরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী।

পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

এদিকে জেলার নয়টি থানার মধ্যে ছয়টি থানায় মোট ২৩জনকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। এরমধ্যে রাজশাহীর পুঠিয়া থানায় পুলিশের বিশেষ অভিযানে জেএমবি সদস্যসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত জেএমবি সদস্যের নাম সিরাজুল ইসলাম। সে পুঠিয়ার জাগিরপাড়া এলাকার জয়নাল আবেদিনের ছেলে।

পুঠিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে শিবপুর এলাকা থেকে জেএমবি সদস্য সিরাজুলকে গ্রেপ্তার করা হয়। এছাড়া অন্যান্য এলাকায় অভিযান চালিয়ে বাকি ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে পুলিশের অভিযানে গোদাগাড়ী থানায় ছয়জন, মোহনপুরে তিনজন, তানোরে দুইজন, বাঘায় চারজন ও চারঘাটে একজন গ্রেপ্তার হয়েছে।