English Version
আপডেট : ১১ জুন, ২০১৬ ১৪:২৩

নড়াইলে বিশেষ অভিযানে আটক ৪৯

অনলাইন ডেস্ক
নড়াইলে বিশেষ অভিযানে আটক ৪৯

নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে ২ জামায়াত কর্মিসহ ৪৯ জনকে আটক করেছে। এসময় পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (০৯ জুন) রাত থেকে শুক্রবার (১০ জুন) সকাল পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশের নিয়ন্ত্রন কক্ষ সূত্রে জানাগেছে, পুলিশের সন্ত্রাস ও জঙ্গী বিরোধী অভিযানে সদর থানা পুলিশ সদর উপজেলার ২ জামায়াত কর্মিসহ ১৫জনকে আটক করেছে। এসময় ধুন্দা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল উদ্ধার করা হয়।

এছাড়া লোহাগড়া থানা পুলিশ ১৩জন, কালিয়া থানা পুলিশ ৮জন এবং নড়াগাতি থানা পুলিশ ১১জনকে আটক করেছে।

আটকের বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম প্রতিবেদককে জানান, জামায়াতের ২ জন ও বিভিন্ন মামলায় মোট ৪৯ জনকে আটক করা হয়। এবং পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল উদ্ধার করা হয়।