English Version
আপডেট : ১১ জুন, ২০১৬ ১৪:১৩

ভারতীয় সেক্রেটারি নড়াইলের মন্দির পরিদর্শন

অনলাইন ডেস্ক
ভারতীয় সেক্রেটারি নড়াইলের মন্দির পরিদর্শন

নড়াইলে সর্ব মঙ্গলা কালীবাড়ি মন্দিরসহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন ভারতীয় দূতাবাসের ফাস্ট সেক্রেটারি (ভিসা) রমা কান্ত গুপ্ত।

গত বৃহস্পতিবার সকালে জেলার প্রাচীনতম ৫টি মন্দির পরিদর্শন করেছেন।

ফাস্ট সেক্রেটারি (ভিসা) রমা কান্ত গুপ্ত লক্ষীপাশা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালি মাতা মন্দির, জয়পুর পরশমনি মহাশ্বশান, কবিয়াল তারক গোসাইয়ের বাড়ি, রথখোলা জগন্নাথ মন্দির ও লোহাগড়া জিউর মন্দির পরিদর্শন করেন।

এসময়ে তিনি উপস্থিত সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের কাছে বিভিন্ন বিষয় খোঁজ খবর নেন।

পরিদর্শন কালে নড়াইল জেলা পরিষদের প্রশাসক ও জেলা আ’লীগের সভাপতি, উপজেলা পূজা উদযাপন পর্ষদের সাবেক সভাপতি, লক্ষীপাশা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালি মাতা মন্দির পরিচালনা পর্ষদের সাধারন সম্পাদক এ্যাডঃ অশোক কুমার বিশ্বাস, রতন চক্রবর্তী, অনিন্দ্য চক্রবর্তী, এসআই মিহির কুমার পাল তার সাথে ছিলেন।