English Version
আপডেট : ১০ জুন, ২০১৬ ০৪:০১

কালের কণ্ঠের অফিস ভাংচুরের প্রতিবাদে নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের নিন্দা

নিজস্ব প্রতিবেদক
কালের কণ্ঠের অফিস ভাংচুরের প্রতিবাদে নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের নিন্দা

কুষ্টিয়ায় দৈনিক কালের কণ্ঠের অফিসে ভাংচুর ও প্রতিনিধিকে হত্যার হুমকির প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাব। জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ক্লাবের প্রত্যেক সদস্য পৃথক পৃথক প্রেস বার্তায় এ ঘটনার তীব্র নিন্দা জানান। প্রত্যক্ষদশীরা জানান, গত ৭ জুন কালের কণ্ঠে ‘কুষ্টিয়ায় রাজত্ব হানিফ লীগের’ শীর্ষক শিরনামে সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদের জের ধরে গতকাল দুপুরে কালের কণ্ঠের কুষ্টিয়া অফিসে ব্যাপক ভাংচুর চালায় হানিফ পন্থী নেতাকর্মী ও সন্ত্রাসীরা। এছাড়া হানিফের ব্যক্তিগত সহকারি রাজু কালের কণ্ঠের কুষ্টিয়া প্রতিনিধি তারিকুল ইসলাম তারেককে ফোনে হত্যার হুমকি দিয়েছেন বলে জানা গেছে। নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা এক বিবৃতিতে জানান, সংবাদপত্র রাষ্ট্রের  চতুর্থ স্তম্ভ। এটি ছাড়া একটি রাষ্ট্র সঠিকভাবে চলতে পারে না। তাই আমরা মনে করি সংবাদপত্রের উপর হামলা, গণতন্ত্রের টুটি চেপে ধরার নামান্তর। এই হামলা ভাংচুর ও হত্যার হুমকি স্বাধীন মত প্রকাশ ও মুক্ত সাংবাদিকতাকে বাধাগ্রস্থ করবে। এ ঘটনায় আমারা শঙ্কিত। এ ধরনের ঘটনা কোনো সভ্য সমাজের মানুষ ঘটাতে পারে না। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এছাড়া জেলা অনলাইন মিডিয়া ক্লাবের অন্যান্য সদস্যরা এবং দৈনিক সমাজের কাগজের আশরাফ উজ্জ্বল, আলোকিত সংবাদের বুলু দাস, খুলনাঞ্চলের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, বিডি খবরের এর প্রতিনিধি ওবায়দুর রহমান, দৈনিক যশোর এর লোহাগড়া প্রতিনিধি শেখ মশিয়ার রহমান, দক্ষিণাঞ্চল প্রতিদিনের জেলা প্রতিনিধি অয়ন দাস, মোহনা টেলিভিশনের হাফিজুল নিলু, চ্যানেল নাইন এর ইমরান হোসেন, বিডি খবরের তুহিনসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।