English Version
আপডেট : ৯ জুন, ২০১৬ ১৭:০৩
কুষ্টিয়ায় বারোমাসী সজিনার চারা বিতরন

বাড়ির আশপাশে অনাদরে বেড়ে ওঠা সজিনা এখন আর ফেলনা নয়

নিজস্ব প্রতিবেদক
বাড়ির আশপাশে অনাদরে বেড়ে ওঠা সজিনা এখন আর ফেলনা নয়
উপজেলা নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন

নিরাপদ ফসল উৎপাদনের নিরন্তর প্রয়াস অব্যাহত রাখতে কুষ্টিয়ায় বারোমাসী সজিনার চারা বিতরন করা হয়েছে। গতকাল সকালে কুষ্টিয়া হর্টিকালচার সেন্টার প্রাঙ্গনে সদর উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আড়াইহাজার সজিনার চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা বিতরন করেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন। এসময় তিনি বলেন, বাড়ির আশপাশে অনাদরে বেড়ে ওঠা সজিনা এখন আর ফেলনা নয়। সবজি হিসেবে এটি যেমন উপাদেয়, তেমনি এর ভেষজ গুণাবলি অসাধারণ। এসময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সেলিম হোসেনসহ অন্যন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ বছর উপজেলার ২৫০০ বারমাসী সজিনার চারা রোপন করা হচ্ছে।