English Version
আপডেট : ৯ জুন, ২০১৬ ১৬:৪০

চাঁপাইনবাবগঞ্জের ফ্রুট ব্যাগিং প্রযুক্তির আম বিলেতে রপ্তানী শুরু

নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জের ফ্রুট ব্যাগিং প্রযুক্তির আম বিলেতে রপ্তানী শুরু

ভ্রাম্যমাণ প্রতিনিধি: অবশেষে চাঁপাইনবাবগঞ্জে বাণিজ্যিকভাবে ফ্রুট ব্যাগিং প্রযুক্তির আম বিলেতে রপ্তানী শুরু হলো। রোগবালাই, পোকা ও বিষমুক্ত আম এ জেলা থেকে মঙ্গলবার ৩ টনের চালানের মধ্য দিয়ে সুস্বাদু আমের অর্থনৈতিক দুয়ার খুলে গেল।এ উপলক্ষ্যে চাঁপাই নবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হামিম রেজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম।বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  উপ-পরিচালক সাজদার রহমান ও আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শরফ উদ্দিন।বক্তারা বলেন, ফ্রুট ব্যাগিং প্রযুক্তি গত দু’বছর আম গবেষণা কেন্দ্র্রে প্রায় ১৮ জাতের আমে পরীক্ষা-নিরীক্ষা শেষে ব্যাপক সফলতা পাওয়ায় এবার তা আমচাষীদের জন্য বাণিজ্যিকভাবে উন্মুক্ত করে দেন। সাধারণত একটি আম গাছে বিভিন্ন ধরণের যে কীটনাশক স্প্রে করা হয় তার খরচ থেকে এ প্রযুক্তি ব্যবহারের অনেকাংশে সাশ্রয়ী। এছাড়াও মানসম্পন্ন নিরাপদ, শতভাগ রোগ ও পোঁকা-মাকড়মুক্ত আম উৎপাদন সম্ভব এবং এ আম সংগ্রহের পর ১০-১৫ দিন পর্যন্ত তা সংরক্ষণ করে খাওয়া যাবে। এমনকি দেশের মানুষ কার্বাইড, ফরমালিন আতঙ্কে যখন মৌসুমী ফল খাওয়া থেকে বিরত রয়েছিল এবং বাজারে সাধারণ আমের দর খুব হতাশাজনক, ঠিক সেসময় এই প্রযুক্তি ব্যবহারকারী আমচাষীদের আলোর মুখ দেখিয়েছে। তারা আরো বলেন, আর এ প্রযুক্তিটি আমচাষীদের কাছে আরো পৌঁছানো হলে ক্ষতিকারক রাসায়নিক কীটনাশক দ্রব্য ব্যবহার সম্পুর্ণরূপে বন্ধ করা সম্ভব হবে। সাথে সাথে আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের আম বিদেশের বাজারে রপ্তানীর ক্ষেত্রে আরো একধাপ এগিয়ে গেল।