English Version
আপডেট : ৯ জুন, ২০১৬ ১৫:৫৭

কুষ্টিয়ায় জেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়ায় জেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পহেলা রমজান মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব উল ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু হেনা মুস্তাফা কামাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, দৈনিক বাংলাদেশ বার্তা পত্রিকার সম্পাদক ও বিটিভির কুষ্টিয়া প্রতিনিধি আবদুর রশীদ চৌধুরী, বাসসের জেলা প্রতিনিধি নুর আলম দুলাল, একুশে টেলিভশনের চীফ রিপোর্টার অখিল পোদ্দার, কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক এস এম কাদেরী শাকিল, বড়বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোকাররম হোসেন মোয়াজ্জেমসহ সরকারী বিভিন্ন দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী নেতৃবৃন্দ, জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত সংবাদ প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও সুশীল সামাজের নেতৃবৃন্দ। ইফতারের আগে দেশ ও দশের শান্তি ও সম্বৃদ্ধি কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।