English Version
আপডেট : ৯ জুন, ২০১৬ ১৪:৪৫

কুষ্টিয়ায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

অপরিকল্পিতভাবে ভাটা করায় মালিককে জরিমানা
নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়ায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কুষ্টিয়ায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বিহীন অবৈধ ইট ভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ইট ভাটাবন্ধসহ নিয়ম না সেনে ভাটা করায় মালিকদের জরিমানা করা হয়। কুষ্টিয়ার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ বেলাল হোসেনের নির্দেশক্রমে, সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) হাফিজ আল আসাদের নেতৃত্বে উপজেলার  বিভিন্ন ইটভাটায় এই অভিযান চালানো হয়। মঙ্গলবার দিনব্যাপী কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশে হরিনারায়নপুর লক্ষ্মীপুর এইচএনআর নামক ইটভাটায় এ অভিযান চালানো হয়। এসময় এই ইটভাটাটির  ড্রাম চিমনি তৈরী করায় তা গুড়িয়ে দেয়া হয়। এছাড়া জ্বালানী কাঠ ব্যবহারের অভিযোগে ৫হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) হাফিজ আল আসাদ বলেন, 'জেলা পরিষদের লাইসেন্স এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এ অভিযান চালানো হয়েছে। এছাড়াও সনাতন পদ্ধতির ড্রাম চিমনি ব্যবহারের অপরাধে এইচএনআর মালিককে জরিমানা আদায় করা হয়েছে।' অন্যদিকে সোমবার বিকেলে দৌলতপুর উপজেলায় এইস এস ব্রিক্স নামের একটি ইট ভাটায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৩০হাজার টাকা জরিমানা আদায় করে। দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিষ্ট্রেট নাহিদা আক্তার জানান, এইস এস ব্রিক্স ইটভাটায় লাইসেন্স না থাকার অপরাধে ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন ১৯৮৯ এর ৪ ও ৭ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয় ।