English Version
আপডেট : ৮ জুন, ২০১৬ ১৬:৪১

রাজশাহীতে করদাতা উদ্বুদ্ধকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে করদাতা উদ্বুদ্ধকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাজশাহীতে করদাতা উদ্বুদ্ধকরণ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মূল সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ বাস্তবায়নের লক্ষ্যে আজ মঙ্গলবার সকাল ১০টায় নগরীর একটি রেস্টুরেন্টে এ সেমিনারের আয়োজন করা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের ‘ভ্যাট-অনলাইন’ প্রকল্পের উদ্যোগে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রাজশাহীর আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রাজশাহীর কমিশনার আব্দুল মান্নান শিকদারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার আব্দুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন কর অঞ্চল রাজশাহীর কর কমিশনার দবির উদ্দিন ও রাজশাহী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মনিরুজ্জামান। স্বাগত বক্তব্য দেন কমিশনারেটের অতিরিক্ত কমিশনার মোয়াজ্জেম হোসেন। সেমিনারে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এই আইনের নিবন্ধন, মূল্য বিরুপন, রেয়াত গ্রহণ, দাখিলপত্র দাখিল, রিফান্ড, আপীলসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এছাড়া কীভাবে এই আইনকে সহজভাবে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়। সেমিনারে বক্তারা দেশের আর্থসামাজিক উন্নয়নে মূল সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ বাস্তবায়নের  প্রয়োজনীয়তা বিষয়ে আলোকপাত করেন। সেমিনারে বিভিন্ন শ্রেণীর করদাতা, ব্যবসায়ী প্রতিষ্ঠান, ব্যবসায়ী সংগঠনসহ সাংবাদিক ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।