English Version
আপডেট : ৭ জুন, ২০১৬ ২৩:০৫

নাটোরে সুনীল হত্যার ঘটনায় আটক সবুজ ২দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
নাটোরে সুনীল হত্যার ঘটনায় আটক সবুজ ২দিনের রিমান্ডে

নাটোরের বনপাড়া খ্রিষ্টান পল্লীতে দুর্বৃত্তদের হামলায় নিহত সুনীল গোমেজ হত্যাকাণ্ডের ঘটনায় আটক ট্রাক চালক আব্দুল্লাহ আল মামুন সবুজকে ২দিনের রিমান্ডে নিয়েছে ডিবি পুলিশ।মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শামসুল আল আমিন এর আদালতে রিমান্ড শুনানী শেষে বিচারক আটক সবুজের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ৬জুন (সোমবার) বিকেলে আটক সবুজকে সুনীল গোমেজ হত্যাকাণ্ড মামলায় গ্রেফতার দেখিয়ে ওই দিন বিকেল ৪টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুল আল আমিনের আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই ৫দিনের রিমান্ডের আবেদন করলে শুনানী শেষে বিচারক ২দিনের রিমান্ড মঞ্জুর করেন। এবিষয়ে বড়াইগ্রাম আমলী আদালত-৪ এর কোর্ট উপ-পরিদর্শক (সিএসআই) নবীর উদ্দিন বলেন, বনপাড়ার খ্রিষ্টান পল্লীর মুদি ব্যবসায়ী সুনীল গোমেজ হত্যাকাণ্ডে আব্দুল্লাহ আল মামুন সবুজ জিজ্ঞাসাবাদের ডিবি পুলিশের কাছে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। সুনীল হত্যাকাণ্ডে আরো তথ্য পাওয়া যেতে পারে সে কারণে আরো জিজ্ঞাসাবাদের জন্য রাষ্ট্রপক্ষ আটক সুবজকে ৫দিনের রিমান্ড আবেদন করে। আদালত আসামী এবং রাষ্ট্র পক্ষের বক্তব্যে শুনে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।এদিকে, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে মামলার তদন্ত কর্মকর্তাসহ সিআইডির ইন্সপেক্টর এবং ঢাকার এসবি ব্রঞ্চের দুই সদস্যের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করছেন।