English Version
আপডেট : ৭ জুন, ২০১৬ ০৪:১২

পানছড়িতে টমটমের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
পানছড়িতে টমটমের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় টমটমের ধাক্কায় শিফাত হোসেন (১৪) ৬ষ্ঠ শ্রেণীর এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় সংলগ্ন প্রধান সড়কে এ ঘটনা ঘটে। সে উপজেলার ৩নং ইউনিয়নের মোহাম্মদপুর এর বাসিন্দা আবুল কাশেমের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-আব্দুল জব্বার জানান, সোমবার সকাল সাড়ে নয়টার দিকে বিদ্যালয়ে আসার পথে বিদ্যালয়ের সামনের ব্যাটারিচালিত অটোরিক্সা (টমটম) বেপরোয়া গতিতে শিফাতকে ধাক্কা দেয়।  

পরে স্থানীয়রা আহত অবস্থায় শিফাতকে উদ্ধার করে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু ঘটে। এ ঘটনায় পানছড়ি থানা পুলিশ হেডম্যান টিলা এলাকা থেকে ঘাতক টমটমটি আটক করলেও চালক পলাতক রয়েছে। এ রিপোর্ট লেখা থানায় মামলা হয়নি বলে জানা গেছে।