English Version
আপডেট : ৫ জুন, ২০১৬ ১৫:৪১

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে করে ১ জন খুন, আহত ১,বাড়ি ভাংচুর ও আগুন

নিজস্ব প্রতিবেদক
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে করে ১ জন খুন, আহত ১,বাড়ি ভাংচুর ও আগুন

নড়াইলের তুলারামপুর বাজারে একটি বেদানা ফল ক্রয়কে কেন্দ্র করে এক জন খুন হয়েছে। নিহতের নাম মুসা মোল্যা(২৫)। সে সদরের তুলারামপুর দক্ষিন পাড়ার সাইদ মোল্যার পূত্র। গতকাল বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুদ্ধ গ্রামবাসী হত্যার অভিযোগে হিরক সিকদারের ভাই সোহাগকে গনধোলাই দেয় এবং হিরকের বাড়ি ভাংচুর ও আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরের দিকে তুলারামপুর হাটপাড়া এলাকার হিরক সিকদারের(৩৫) শিশু পূত্র অভি সিকদার তুলারামপুর বাজারের ফল বিক্রেতা তুহিন মোল্যার(২৫) কাছ থেকে একটি বেদানা ক্রয় করে। বিকেল ৫টার দিকে বেদানাটি নষ্ট হওয়ার অভিযোগে ওই শিশু পূত্রের বাবা হিরক সিকদার ফলের দোকানে এসে ফল বিক্রেতা তুহিনের সাথে কথা কাটাকাটিতে লিপ্ত হয় এবং তুহিনের দোকানে থাকা ছুরি নিয়ে তাকে (তুহিন) হত্যা করতে যায়।তুহিনকে কোপাতে দেখে এ সময় তুলারামপুর দক্ষিন পাড়ার মুসা ঠেকাতে গেলে তার গলায় নিজের পকেট থেকে সেভেন গিয়ার ছুরি বের করে গলায় কোপ চালায়। আশংকাজনক অবস্থায় সদর হাসপাতালে আনার পথে তার মৃত্যু ঘটে। আহত তুহিন কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে সদর থানার ওসি সুবাস বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত।