English Version
আপডেট : ৫ জুন, ২০১৬ ০২:৪৫

রামগড়ের পাতাছড়ায় দুই চাঁদাবাজ আটক

নিজস্ব প্রতিবেদক
রামগড়ের পাতাছড়ায় দুই চাঁদাবাজ আটক

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলাধীন পাতাছড়া এলাকা থেকে দু’উপজাতীয় চাঁদাকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃতরা হচ্ছে-উথোয়াই চিং মারমা (২৬) পিতা: রবিন্দ্র মারমা, চাইক্যাইলা মারমা ((২২) পিতা: অংলাপ্রু মারমা। তাদের দু’জনের বাড়ী মানিকছড়ি ও লক্ষীছড়ি উপজেলায়। স্থানীয় একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিন্ধুকছড়ি সেনা জোনের লে: আসিফ এর নেতৃত্বে রামগড়ের পাতাছড়া এলাকায় গাছের গাড়ী থেকে চাঁদা আদায় কালে রশিদ বইসহ এই ২ জনকে আটক করে বলে জানা যায়। রামগড় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে।  এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার পক্রিয়া চলছে বলে তিনি জানান।