English Version
আপডেট : ৫ জুন, ২০১৬ ০২:৩৮

পঞ্চগড় বাংলাবান্ধা মহাসড়ক ৬ ঘন্টা অবরোধ

নিজস্ব প্রতিবেদক
পঞ্চগড় বাংলাবান্ধা মহাসড়ক ৬ ঘন্টা অবরোধ

পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুরে মটর মালিক ও শ্রমিকদের মধ্যে ট্রাকের লোডিং খরচা দেয়া নেয়াকে কেন্দ্র করে পঞ্চগড় তেঁতুলিয়া বাংলাবান্ধা মহাসড়ক অবরোধ। তেঁতুলিয়ায় শ্রমিকরা ট্রাকে পাথর লোড আনলোডে বক্শিসের নামে চাদায়ের অভিযোগে সকাল ১০টা হতে বিকরল ৪টা পর্যন্ত পঞ্চগড় তেঁতুলিয়া বাংলাবান্ধা মহাসড়ক অবরোধ করে পঞ্চগড় মটর মালিক সমিতি।এতে মহাসড়কে বাংলাবান্ধা স্থল বন্দর গামী যানবাহন সহ শত শত গাড়ী প্রায় ৬ ঘন্টা ধরে আটকা পরে। এ সময় চরম দর্ভোগে পরে সাধারন যাত্রিরা। পঞ্চগড় মটর মালিক সমিতির দাবী ভজনপুর ট্রাক বন্দবস্ত কারী শ্রমিক ইউনিয়ন প্রতিটি ট্রাক হতে লোডিং খরচা নেয়ার পরেও অতিরিক্ত ৮শত থেকে ১ হাজার টাকা বক্শিসের নামে চাদা দাবী করছে। সাধারন শ্রমিক জানান মালিক সমিতি লোকজন আসেকোন কারন ছারাই রোট অবরোধ করে বিশ্রিংখলা করার চেসটা করছে। ভজনপুর ট্রাক বন্দবস্ত কারী শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক তসলিমদ্দিন জানান ১০ মিনিট দেরিতে ট্রাকে শ্রসিক দেয়ায় মালিক সমিতি লোকজন মহাসড়ক অবরোধ করে আমাদরে বিরুদ্ধে মিথ্যা অভিযোগ চাপানো হচ্ছে। অবরোধ প্রত্যাহারের জন্য দুপুর থেকে তেঁতুলিয়া থানার ওসি সরেশ চন্দ, মালিক সমিতির সাধারন সম্পাদক আপেল মাহামুদ, তেঁতুলিয়া উপজেলা পাথর বালি শ্রমিক কল্যান সমিতির সাধারন সম্পাদক আব্দল জলিল, ভজনপুর ট্রাক বন্দবস্ত কারী শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক তসলিমদ্দিন সহ অর্ধ শতাধিক নেতা কর্মি দির্ঘ সময় আলোচনার পর বিকরল ৪টার সময় অবরোধ প্রত্যাহার করা হয়। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেশ চন্দ্র রায় জানান পরিস্থিতি নিয়নত্রনে এনে অবরোধ তুলে দেয়া হয়েছে ।