English Version
আপডেট : ৪ জুন, ২০১৬ ২১:১২

নড়াইলে শেষ হল ভোটগ্রহন

নিজস্ব প্রতিবেদক
নড়াইলে শেষ হল ভোটগ্রহন

নড়াইলের  কোটাকোল ইউনিয়নে অনিয়ম, কারচুপি ও ভোটকেন্দ্রে যেতে বাঁধা দেয়ার অভিযোগে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী খান জাহাঙ্গীর হোসেন (মোটরসাইকেল) প্রতিক ভোট বর্জনের ঘোষনা দিয়েছেন। এদিকে নলদী ইউনিয়নের মিঠপিুর কেন্দ্রে জাল ভোট দেয়ার চেষ্টার অভিযোগে ৩ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রম্যমান আদালতের বিচারক মোঃ নাজিম উদ্দিন প্রত্যেককে দেড়হাজার টাকা করে জরিমানা করেন। মিঠপুর গ্রামের সাত্তার, নখখালী গ্রামের নয়ন ও একই গ্রামের ইব্রাহিমকে এ জরিমানা করা হয়। এছাড়া উপজেলার নলদী, লাহুড়িয়া, নোয়াগ্রাম, লোহাগড়া, কোটাকোল ও লক্ষ্মীপাশা  ইউনিয়নে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।