English Version
আপডেট : ৪ জুন, ২০১৬ ১৬:৪৭

নীলফামারীতে ভ্যান চালককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
নীলফামারীতে ভ্যান চালককে কুপিয়ে হত্যা

নীলফামারীর পলাশবাড়ি ইউনিয়নের সংখ্যালঘু সুবিধ চন্দ্র (৩২) নামের এক ব্যাটারী চার্জার চালিত ভ্যান চালককে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ও কুপিয়েছে দূর্বৃত্তরা।

শুক্রবার রাত প্রায় সাড়ে আটটা দিকে মালিরকুড়া ব্রীজের উপর যাত্রীবেশে ওই ভ্যানে থাকা দূর্বৃত্তরা এ ঘটনা ঘটায় বলে ধারানো করা হচ্ছে।

এ সময় পথচারীদের চিৎকারে দূস্কৃতিকারীরা পালিয়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ভোরে তার মৃত্যু হয়। নিহত ভ্যানচালক নীলফামারী জেলা সদরের পলাশবাড়ি ইউনিয়নে জ্ঞানদাস কানাইকাটা গ্রামের মৃত ধৌলরাম রায়ের ছেলে। পলাশবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান তপন রায় জানান অত্যান্ত গরীব পরিবারের শান্ত ছেলে ভ্যান চালক সুবিদের স্ত্রী লিলি রানী ও ৫ বছরের মেয়ে সূর্বনা রয়েছে।

পলাশবাড়ি বাজারের প্রত্যক্ষদর্শীরা জানায়, দুইজন অপরিচিত লোক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পলাশবাড়ি বাজার থেকে খ্যাতারডাঙ্গা যাওয়ার জন্য সুবিধের ব্যাটারী চালিত ভ্যানে উঠে বসে তাকে নিয়ে যায়। এর দেড় ঘন্টা পর খবর পাওয়া যায় সুবিধকে  ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। সুত্র মতে ঘটনার সময় পলাশবাড়ি খ্যাতারডাঙ্গা সড়কের মালিরকুড়া ব্রীজের উপর এ ঘটনার সময় বিপরিত দিক থেকে আসা পথচারীরা ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার করলে দূস্কৃতিকারীরা পালিয়ে যায়।

নীলফামারী সদর থানার ওসি শাহজাহান পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে