English Version
আপডেট : ৪ জুন, ২০১৬ ১৬:১৪

চাঁপাই নবাবগঞ্জে ২টি বিদেশী অস্ত্র ও গুলিসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
চাঁপাই নবাবগঞ্জে ২টি বিদেশী অস্ত্র ও গুলিসহ যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাই নবাবগঞ্জের নাচোলে ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগজিন ও ১২ রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবক হলো- শিবগঞ্জ উপজেলার চোরাই মির্জাপুর গ্রামের মন্টুর ছেলে শাহ্ আলম (৩০)। নাচোল থানার অফিসার ইনচার্জ ফাছিরুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার সময় উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর গার্লস স্কুল এলাকার একটি আমবাগানে অভিযান চালিয়ে ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগজিন ও ১২ রাউন্ড গুলিসহ শাহ্ আলম নামের এক যুবককে আটক করা হয়। এ ব্যাপারে নাচোল থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।