English Version
আপডেট : ৪ জুন, ২০১৬ ১৪:১৫

১৫০ রাউন্ড গুলিসহ যুক্তরাজ্যপ্রবাসী আটক

অনলাইন ডেস্ক
১৫০ রাউন্ড গুলিসহ যুক্তরাজ্যপ্রবাসী আটক

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০ রাউন্ড গুলিসহ এক যুক্তরাজ্যপ্রবাসীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আজ সকাল ১০টার দিকে ওই প্রবাসীর লাগেজ স্ক্যানিংয়ে গুলির বিষয়টি ধরা পড়লে তাকে আটক করা হয়। আটককৃত আব্দুস সবুর সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা গ্রামের আব্দুস শহীদের ছেলে বলে কাস্টমস সূত্রে জানা গেছে। ওসমানী বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার এ কে এম আবুল বাশার গুলিসহ যুক্তরাজ্যপ্রবাসীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সকাল সাড়ে ৯টায় যুক্তরাজ্য থেকে বিমানের একটি ফ্লাইটে ওসমানী বিমানবন্দরে পৌঁছান আব্দুস সবুর। সকাল ১০টার দিকে নিয়মানুযায়ী তার লাগেজ স্ক্যানিংয়ে ভেতরে গুলি থাকার বিষয়টি ধরা পড়ে। লাগেজ তল্লাশি করে ১৫০ রাউন্ড শটগানের গুলি পাওয়া যায়।

আবুল বাশার আরো জানান, যুক্তরাজ্যপ্রবাসী আব্দুস সবুর গুলির সপক্ষে কোনো কাগজপত্র দেখাতে না পারায় তাকে আটক করা হয়। তিনি আরও জানায় আব্দুস সবুরকে বিমানবন্দর থানায় হস্তান্তর করার বিষয়টি প্রক্রিয়াধীন ।