English Version
আপডেট : ৩ জুন, ২০১৬ ২০:৩৯

এমআরপি নিয়ে শংকিত ৫ হাজার সৌদী প্রবাসী শ্রমিক

নিজস্ব প্রতিবেদক
এমআরপি নিয়ে শংকিত ৫ হাজার সৌদী প্রবাসী শ্রমিক

গত বছরের ২৪শে নভেম্বর থেকে বিমানে সকল যাএীদের মেশিন রেডিবল পার্সপোট বহনে বাধ্যবাধকতা করেছেন কতৃপক্ষ। ২০১০ সালের ১ এপ্রিল থেকে পার্সপোট এমআরপি শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত এক কোটি ২২ লাক্ষ বাংলাদেশী নাগরিকদের এমআরপি পার্সপোট প্রধান করা হলেও এখন পর্যন্ত সৌদী আরবেই এমআরপি পার্সপোট বিহীন প্রায় ৫ হাজার প্রবাসী শ্রমিক বিদেশের মাটিতে আতংকে সময় পার করছেন।

কর্মরত শ্রমিকরা দূতাবাস ও ঠিকাদারি প্রতিষ্ঠানের রুষানলে আতংক ও উৎকন্ঠায় বসবাস করছে। বিডি টাইপকে সৌদীতে কর্মরত বাংলাদেশী শ্রমিকরা জানান সৌদী আরবে বাংলাদেশীরা খুব চিন্তায় আছে নিদিষ্ঠ সময় পার হয়ে গেলেও এখানে হাজার হাজার বাংলাদেশী শ্রমিকরা এখনো এমআরপি পার্সপোট হাতে পায়নি।

এছাড়া সৌদীতে পার্সপোট কাজ পাওয়া প্রতিষ্ঠান নির্ধারিত ফির বদলে অতিরিক্ত অর্থ আদায় ও শ্রমিকদের হয়রানীর অভিযোগ করেন প্রবাসী শ্রমিকরা। পার্সপোট অফিস সূএে জানা যায় প্রায় ১০ লাক্ষ হাতে লেখা পার্সপোটের মেয়াদ কাল ২০১৮ সাল পর্যন্ত রয়েছে।বিদেশের মাটিতে যারা এ পার্সপোট নিয়ে অবস্থান করছে তাদের দেশে ফিরে আসতে সমস্যা হবেনা। তবে বিমানে অন্যদেশে যেতে চাইলে অবশ্যই এমআরপি পার্সপোট প্রয়োজন হবে।