English Version
আপডেট : ৩ জুন, ২০১৬ ২০:২৯

নড়াইল উপজেলার চেয়ারম্যান এর বাড়ি থেকে শটগান পিস্তলসহ গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নড়াইল উপজেলার চেয়ারম্যান এর বাড়ি থেকে শটগান পিস্তলসহ গুলি উদ্ধার

নড়াইলের কালিয়া উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা খান শামীম রহমান এবং লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের আ’লীগ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী খান জাহাঙ্গীর আলমের বাড়িতে অভিযান চালিয়ে দু’টি শটগান, একটি পিস্তল, দু’টি ম্যাগজিন ও ৯১ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। এ সময় উপজেলা চেয়ারম্যানের বাড়ির ম্যানেজারসহ তিনজনকে আটক করা হলেও উপজেলা চেয়ারম্যান এবং আ’লীগ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বাড়িতে ছিলেন না। নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল ইসলামের উপস্থিতিতে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। আ’লীগের এই দুই নেতা সর্ম্পকে চাচাতো ভাই।    রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় কালিয়া উপজেলা চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে একটি শটগান, সাত রাউন্ড গুলি, একটি করে গুলির খোসা ও রামদা এবং চার লাখ টাকা উদ্ধার করা হয়। এদিকে, কোটাকোল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী খান জাহাঙ্গীর আলমের বাড়িতে অভিযান চালিয়ে একটি করে শটগান ও ৩৫ রাউন্ড গুলি এবং বিদেশি পিস্তল, ৪৯ রাউন্ড গুলি ও দু’টি ম্যাগজিন উদ্ধার করে পুলিশ। এসব আগ্নোয়াস্ত্র অবৈধ কিনা তা যাচাই করে দেখা হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম। তিনি আরো জানান, কোটাকোল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার দুপুরে একজন নিহতের ঘটনায় উপজেলা চেয়ারম্যান এবং ইউপি চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে অভিযান চালানো হয়েছে। প্রসঙ্গত, নড়াইলের কোটাকোল ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২ জুন) দুপুরে তেলকাড়া এলাকায় আওয়ামী লীগ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী খান জাহাঙ্গীর আলমের সমর্থকদের গুলিতে আ’লীগ প্রার্থী বিএম হিমায়েত হোসেনের সমর্থক নিশান মুন্সি (৩২) নিহত হয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় আ’লীগ প্রার্থীর ১০ সমর্থক গুলিবিদ্ধ হন। ৪ জুন এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।