English Version
আপডেট : ১ জুন, ২০১৬ ১৭:৫১

নড়াইলে কিশোরকে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা, এলাকাবাসী ফুঁসে উঠেছে

নিজস্ব প্রতিবেদক
নড়াইলে কিশোরকে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা, এলাকাবাসী ফুঁসে উঠেছে

নড়াইলে এক কিশোরের লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। গতকাল  উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই চর-পাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে ইমরান শেখ (১৪) কে একই গ্রামের আনোয়ার শিকদারের বাড়ির পাশের বাশঁ ঝাড়ের ভেতরে ঝুলন্ত অবস্থায় এলাকাবাসী দেখতে পায়। নিহতের পরিবার ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, ইমরান শেখের মৃত দেহ বাশঁ ঝাড়ের একটি বাশেঁর সাথে গলায় দড়ির ফাস দিয়ে ঝুলে ছিল। এ সময় তার পায়ে চটি জুতা পরা ছিল। মৃত দেহটির অর্ধেক মাটির সাথে মিশে আছে। তার বাম পায়ে যখমের চিহ্ন দেখা গেছে। এ ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যা তা নিয়ে গ্রামবাসীর মধ্যে সন্দেহের চাপা ঝড় বইছে। এ ব্যাপারে নিহতের পরিবারের সাথে কথা বলে জানা গেছে, ইমরান বা তার পরিবারের কোন শত্র“ নেই। থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নিকট এ ব্যপারে জানতে চাইলে তিনি বলেন, আমি নির্বাচনের কাজে বাইরে ছিলাম। তাই এখন কিছু বলতে পারছি না, খবর নিয়ে পরে জানাচ্ছি।