English Version
আপডেট : ১ জুন, ২০১৬ ১৭:২৮

ফেন্সিডিল রাখায় পঞ্চগড়ে স্বামী-স্ত্রীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
ফেন্সিডিল রাখায় পঞ্চগড়ে স্বামী-স্ত্রীর কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি: ফেন্সিডিল বহন করার দায়ে এক দম্পতিসহ তিনজনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে পঞ্চগড়ের একটি আদালত। রোববার পঞ্চগড় স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এমএ নুর তিন আসামির উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডিতরা হলেন, পঞ্চগড়ে আটোয়ারী উপজেলার ছেপড়াঝাড় গ্রামের আমিরুল ইসলাম (২৭) ও তার স্ত্রী আখি আক্তার (২৪) এবং জিয়ারুল ইসলাম (৩৩)। রায়ে একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। পঞ্চগড়ের পাবলিক প্রসিকিউটর (পিপি) আমিনুর রহমান বলেন, ২০১৪ সালের ২৩ জুন ১০০ বোতল ফেন্সিডিলসহ উপজেলার সাতখামার এলাকা থেকে ওই তিনজনকে আটক করে পুলিশ। মামলার পর একই বছরের ১৫ সেপ্টেম্বর তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।ফেন্সিডিল রাখায় পঞ্চগড়ে স্বামী-স্ত্রীর কারাদণ্ড পঞ্চগড় প্রতিনিধি: ফেন্সিডিল বহন করার দায়ে এক দম্পতিসহ তিনজনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে পঞ্চগড়ের একটি আদালত। রোববার পঞ্চগড় স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এমএ নুর তিন আসামির উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডিতরা হলেন, পঞ্চগড়ে আটোয়ারী উপজেলার ছেপড়াঝাড় গ্রামের আমিরুল ইসলাম (২৭) ও তার স্ত্রী আখি আক্তার (২৪) এবং জিয়ারুল ইসলাম (৩৩)। রায়ে একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। পঞ্চগড়ের পাবলিক প্রসিকিউটর (পিপি) আমিনুর রহমান বলেন, ২০১৪ সালের ২৩ জুন ১০০ বোতল ফেন্সিডিলসহ উপজেলার সাতখামার এলাকা থেকে ওই তিনজনকে আটক করে পুলিশ। মামলার পর একই বছরের ১৫ সেপ্টেম্বর তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।