English Version
আপডেট : ১ জুন, ২০১৬ ১৭:১৭

দুদক ঘর থেকেই সংশোধন শুরু করেছে : চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
দুদক ঘর থেকেই সংশোধন শুরু করেছে : চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতি দমন কমিশনের ভেতরেই দুর্নীতি রয়ে গেছে। তাই দুদক ঘর থেকেই সংশোধনের কাজ শুরু করেছে। গতকাল মঙ্গলবার রাজশাহী শিল্পকলা একাডেমিতে রাজশাহী ও রংপুর বিভাগের শ্রেষ্ঠ মহানগর, জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের মাঝে পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, গত আড়াই মাসে দেখেছি, অনুসন্ধান-তদন্ত যে সময়ে করার কথা, সে সময়ে করা হয়না। সত্য বলতেই হবে। সত্য বলার পেছনে কিছু নেই। দুর্নীতি দমন কমিশনের হাজার হাজার মামলা ‘ডীপ ফ্রীজে’ পড়ে আছে। অথচ কথা ছিল, তারা (দুদক কর্মকর্তারা) ৩০ দিনের মধ্যে তদন্ত শেষ করবে। একটি মামলাও দেখিনি ৩০ দিনে অনুসন্ধান শেষ হয়েছে। দুঃখের সাথে বলতে হয়, ১০ বছর আগের নথিও আমার কাছে আসে। দুদকের ভেতরের দুর্নীতি দূর করতে ইতিমধ্যেই পদৰেপ গ্রহণ করা হয়েছে উলেৱখ করে তিনি বলেন, ‘কেন এসব নথি পড়ে রয়েছে তার ৮৭৩টি ব্যাখা দিতে দুদকের কর্মকর্তাদের বলা হয়েছে। একটি সংস্থার যদি এই অবস্থা হয়, তাহলে কীভাবে এই সংস্থা কাজ করবে? সংস্থার ওপরে কীভাবে মানুষ বিশ্বাস রাখবে? মানুষের আস্থা অর্জন করতে হবে। বিশ্বাস অর্জন করতে হবে। বিশ্বাস সমাজের চালিকা শক্তি। দুদকের প্রতি মানুষের আস্থা ফেরাতে হবে। তাই আমরা ব্যবস্থা নেয়া করেছি করেছি। তিনি বলেন, এসবের প্রতিরোধ শুর্ব হয়েছে। কমিশন ঘর থেকেই সংশোধন শুর্ব করেছে। তবে অপরাধীদের এই ভেবে লাভ নেই, আমরা দমন বাদ দিয়ে প্রতিরোধ করছি। আমরা দমন বাদ দিয়ে প্রতিরোধ করিনা। ঘুণে ধরা সমাজ এভাবে চলতে পারেনা। আমরা কাউকে ছাড় দিতে রাজি নই। কথা বলার সময় নেই। এখন সময় এসেছে কিছু করার। সর্বস্তরের মানুষকে নিয়ে আমরা দুর্নীতি র্বখবো। আগামী প্রজন্ম চোখ খুলে দেখবে, বিশিষ্ঠ দুর্নীতিবাজরা আইনের আওতায় এসেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন। দুদকের রাজশাহী বিভাগীয় কার্যালয় এর আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দুদকের মহাপরিচালক (প্রতিরোধ ও গবেষণা) ড. মো. শামসুল আরেফিন, রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল হান্নান ও পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দুদকের রাজশাহী বিভাগীয় পরিচালক আবু সাঈদ। অনুষ্ঠান শেষে রাজশাহী ও রংপুর বিভাগের শ্রেষ্ঠ দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। এরপর দুর্নীতি বিরোধী একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়। জেলা পর্যায়ে এ বছর রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ দুর্নীতি প্রতিরোধ কমিটি নির্বাচিত হয়েছে বগুড়া জেলা কমিটি। উপজেলা পর্যায়ে সিরাজগঞ্জের উলৱাপাড়া দুর্নীতি প্রতিরোধ কমিটি প্রথম, বগুড়ার শেরপুর দ্বিতীয় এবং পাবনার বেড়া তৃতীয় নির্বাচিত হয়েছে। রংপুর বিভাগে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে পঞ্চগড় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। এই বিভাগে উপজেলা পর্যায়ে রংপুরের গঙ্গাচড়া দুর্নীতি প্রতিরোধ কমিটি প্রথম, দিনাজপুরের নবাবগঞ্জ দ্বিতীয় এবং গাইবন্ধার সাঘাঁটা তৃতীয় নির্বাচিত হয়েছে।