English Version
আপডেট : ৩১ মে, ২০১৬ ০২:৫৫

রাবি শিক্ষক হত্যা মামলায় রাবির দুই শিক্ষার্থীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ

নিজস্ব প্রতিবেদক
রাবি শিক্ষক হত্যা মামলায় রাবির দুই শিক্ষার্থীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হল থেকে দুই শিক্ষার্থীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়। পুলিশ গণমাধ্যমের কাছে আটকের বিষয় স্বীকার না করলেও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুজিবুল হক আজাদ খান বলেন, মহানগর পুলিশ শহীদ হবিবুর রহমান হল থেকে দুই শিক্ষার্থীকে আটক করেছে বলে আমাকে জানিয়েছে। তবে কী কারণে তাদের আটক করা হয়েছে তা বলেনি। আটকৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবদুল গাফফার ও মো. মাহবুবুল আলম। তারা দু’জনই শহীদ হবিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী। এর আগে ডিবি পরিচয়ে তুলে নিয়ে তিন দিন পর রাবি অধ্যাপক ড. রেজাউল করিম সিদ্দিকী হত্যায় মামলায় গ্রেফতার দেখায় একই বিভাগের মোঃ রহমতুল্লাহ নামের এক শিক্ষার্থীকে। গত রোববার ধরে নিয়ে যাওয়া দুই শিক্ষার্থী রহমতুল্লাহর সহপাঠী। হল সূত্র জানায়, রোববার রাত আড়াইটার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ৫/৬ জনের একটি দল হলে প্রবেশ করে। পরে তারা হলের ২৩৬ নম্বর কক্ষ থেকে আবদুল গাফফার ও ৪৪২ নম্বর কক্ষ থেকে মাহবুবুল আলমকে ধরে নিয়ে যায়। ওই সময় তাদের মোবাইল ও ল্যাপটপ জব্দ করে পুলিশ। তবে, রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থীকে আটকের বিষয়ে আমাদের কাছে তথ্য নেই।’ মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রেজাউস সাদিকও আটকের বিষয়টি স্বীকার করেননি।