English Version
আপডেট : ৩০ মে, ২০১৬ ২০:১৪

নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাতবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক
নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাতবার্ষিকী পালন

নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে।দিবসটি পালন উপলক্ষে গতকাল সোমবার দুপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নড়াইল সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাবেক সভাপতি,সাবেক পিপি মোহাম্মদ ইকবাল হোসেন সিকদার।প্রধান বক্তা হিসেবে অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপির ১নং যুগ্ন সাধারন সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি আলী হাসান।বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির ২নং যুগ্ন সাধারন সম্পাদক অশোক কুন্ডু, নড়াইল পৌর বিএনপির সাধারন সম্পাদক রেজাউল খবির রেজা।অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোহাম্মদ জুলফিকার আলী,জেলা কৃষকদলের সাধারন সম্পাদক মোহাম্মদ নবীর হোসেন, জেলা শ্রমিকদলের সভাপতি সাইদুজ্জামান আমল, সাধারন সম্পাদক মুশফিকুর রহমান বাচ্চু, জেলা মহিলা দলের যুগ্ন সাধারন সম্পাদিকা মধুমিতা সুলতানা প্রমূখ।আলোচনাসভা ও দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য,সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করা হয়।