English Version
আপডেট : ২৯ মে, ২০১৬ ১৯:৩০

অস্ত্রসহ দুই চাঁদাবাজ আটক

আল-মামুন
অস্ত্রসহ দুই চাঁদাবাজ আটক

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় অভিযান চালিয়ে সেনাবাহিনী অস্ত্রসহ দুই উপজাতীয় চাঁদাবাজকে আটক করেছে। আটককৃতরা হলেন, দুল্যাতলী ইউনিয়নের দেওয়ান পাড়ার মৃত সুরৎ চাকমার ছেলে অসিনি চাকমা (৫০) ও রাইঙ্গামাছড়া এলাকার ভুলন চাকমার ছেলে কিনাধন চাকমা (২০)।

রোববার (২৯ মে) সকাল  সাড়ে ৯টার দিকে উপজেলা সদরের বেলতলী পাড়া নামক এলাকায় ধুরুং খালে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান তদের আটক করে।

এসময় ৯ এম.এম বোরের চায়না সচল ১টি পিস্তল, ৩রাইন্ড তাজা গুলি, চাঁদা আদায়ের একটি তালিকা, ২টি মোবাইল সেট, ৬ হাজার ৮শ ৩৬টাকাসহ আটক করা হয়।

লক্ষ্মীছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মনিরুল হোসেন’র নেতৃত্বে এ অভিযান চালানো হয় বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি রবিবার হাঁটের দিন বেলতলী কুম্বানামে (ধুরুং খাল) নামে পরিচিত স্থানটিতে বিভিন্ন প্রজাতীর বাঁশ,কাঠসহ লক্ষ লক্ষ টাকার নানা পণ্য ক্রয়-বিক্রয় হয়।   

আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়। লক্ষ্মীছড়ি থানার থানার এস.আই মো: মফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করার প্রস্তুতি চলছে।