English Version
আপডেট : ২৯ মে, ২০১৬ ১৯:২৬

স্কুলছাত্রীর ধর্ষক ইব্রাহিম আটক

অনলাইন ডেস্ক
স্কুলছাত্রীর ধর্ষক ইব্রাহিম আটক

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ৬ষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযুক্ত ইব্রাহিম খলিলকে (২৬) করেছে পুলিশ। রোববার (২৯ মে) দুপুরে মাটিরাঙ্গা উপজেলার তবলছড়িস্থ বটতলী থেকে তাকে পুলিশ আটক করে।

খাগড়াছড়ি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি সার্কেল) মো: রইছ উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খলিলকে আটক করা হয়। সে পানছড়ি উপজেলার দমদম এলাকার আব্দুল খালেকের ছেলে।

উল্লেখ্য- গত শুক্রবার সকালে পানছড়ি উপজেলার যৌথ খামার ৬ষ্ঠ শ্রেণী পড়ুয়া এক ছাত্রীকে বাঁশ করুল আনতে গেলে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষিতার বাবা অজ্ঞাতনামা এক যুবককে আসামি করে পানছড়ি থানায় একটি মামলা দায়ের করেন। ধর্ষিতা ছাত্রীটি বর্তমানে খাগড়াছড়ি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।