English Version
আপডেট : ২৮ মে, ২০১৬ ১৬:২১
কিছুতেই থামছে না নির্বাচনী সহিংসতা

নড়াইলে আবারও নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ ১০, বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক
নড়াইলে আবারও নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ ১০, বিজিবি মোতায়েন

নড়াইল জেলা প্রতিনিধি: ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নড়াইলের পুরুলিয়ায় নির্বাচনী সহিংসতায় ১০জন গুলিবিদ্ধসহ ১৫জন আহত হয়েছে। শুক্রবার (২৭ মে) সকাল ৮টার দিকে পুরুলিয়া ইউনিয়নের পুরুলিয়া মোড়ে এ ঘটনা ঘটে। আহতদেরকে নড়াইল সদর ও খুলনা মেডিকেল কলেজ  হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পুরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যানপ্রার্থী হারুন অর রশিদের (নৌকা) সমর্থকদের ওপর আওয়ামী লীগের বিদ্রোহীপ্রার্থী আমিরুল ইসলাম মনিরের ( আনারস) সমর্থকেরা হামলা চালায়। এ সময় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে আহত হারুন অর রশিদের সমর্থক সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের বিদ্রোহীপ্রার্থী আমিরুল ইসলাম মনিরের পক্ষে কাজ করা আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত জাকাতুর রহমানের নেতৃত্বে তাদের ওপর গুলিবর্ষণ করা হয়। গুলিতে ও হামলায় আহত ওমর শেখ (৪০) সরফ্রাজ (৩৫), এলাহী শেখ (৩০), আলাদি মোল্যা (৩২), সাইফুল শেখ (২৫) আকছির শেখ (৪০), হুমাই সরদার (৩৫), ফোরকান ( ৩৫), জাকির  (৩২), মামুনসহ(৩৫) বেশ কয়েকজনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে হুমাই সরদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. কামরুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এলাকায় পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। পঞ্চমধাপে এই ইউনিয়নে আগামিকাল শনিবার (২৮ মে) ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।