English Version
আপডেট : ২৮ মে, ২০১৬ ১৬:১৭

নড়াইলে পুলিশ কর্তৃক নারী লাঞ্চিতের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
নড়াইলে পুলিশ কর্তৃক নারী লাঞ্চিতের প্রতিবাদে মানববন্ধন

নড়াইল জেলা প্রতিনিধি: পুলিশি কর্তৃক মহিলাদের শারিরীকভাবে লাঞ্চিতের প্রতিবাদে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে পৗরসভার ৭ নং ওয়ার্ডবাসীর আয়োজনে নড়াইল প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিতহয়। মানববন্ধন চলাকালে এসময় বক্তব্য রাখেন জাকিয়া পরভীন, মিলন শেখ, রফিকুল ইসলাম প্রমূখ। এসময় বক্তরা অভিযোগ করেন, নড়াইল-গোবরা সড়কের মাছিমদিয়া এলাকায় দির্ঘদিন যাবৎ সড়ক চলাচলের অনুপোযোগি হয়ে পড়েছে। গতকাল বৃহস্পতিবার নড়াইল সদর থানার উপ-পরিদর্শক(এসআই) সাইফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ওইস্থানে ইট ফেলার জন্য যায়। এসময় এলাকাবাসীর সাথে পুলিশের এক পর্যায়ে পুলিশ মহিলাদের শারিরীকভাবে লাঞ্চিত করে। এঘটনার জড়িত পুলিশের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন বক্তারা।